আমাদের নীতি ও আদর্শ
আমরা বিশ্বাস করি, আল্লাহর প্রেরিত চূড়ান্ত পথনির্দেশ — পবিত্র কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওহীর সুন্নাহর আলোকে পরিচালিত জীবনই হলো প্রকৃত মুক্তির পথ। এই বিশ্বাসকে ভিত্তি করেই আমাদের নীতিমালা ও আদর্শ নির্ধারিত:
🟨 কুরআন ও সুন্নাহ অনুসরণ — প্রতিটি চিন্তা ও কর্মে আল্লাহর বিধান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জীবন পরিচালনা করা।
🟨 ইসলামের সঠিক শিক্ষা প্রচার — বিশুদ্ধ ও নির্ভুল ইসলামী জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দাওয়াহ, শিক্ষাদান ও ইসলামি সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া।
🟨 তাওহীদ ও বিদ‘আতমুক্ত আমল — একমাত্র আল্লাহর প্রতি ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অনুসৃত পদ্ধতিতে ইবাদত ও আমলকে সুসংহত করা।
🟨 ঐক্য ও ভ্রাতৃত্ববোধ — বিভাজনের পরিবর্তে মুসলিম সমাজে সহনশীলতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশ গড়ে তোলা।
🟨 রাজনৈতিক নিরপেক্ষতা ও মানবসেবামূলক কাজ — কোনো রাজনৈতিক পক্ষপাত ছাড়াই সকল মানুষের কল্যাণে কাজ করা এবং নিঃস্বার্থভাবে মানবিক সহায়তায় আত্মনিয়োগ করা।
🟨 সালাফে ওহীর পথ অনুসরণ — রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাহাবিগণের (রাযিয়াল্লাহু আনহুম) অনুসৃত পন্থায় অবিচল থাকা এবং সমাজকে সেই পথে পরিচালনার প্রয়াস চালানো।