তহবিল ও আয়ের উৎস
🔳 ফাউন্ডেশনের সদস্য ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে প্রাপ্ত নিয়মিত মাসিক চাঁদা এবং বিশেষ এককালীন অনুদান।
🔳 রমযান মাসে ইফতার, কুরবানি উপলক্ষে মাংস বিতরণসহ বিভিন্ন সময়ভিত্তিক দাওয়াতি ও মানবিক তহবিল সংগ্রহ কার্যক্রম।
🔳 সমাজের সচ্ছল মুসলিম ভাইবোনদের নিকট থেকে শরীয়তসম্মত পদ্ধতিতে সংগৃহীত যাকাত, ফিতরা ও অন্যান্য সদকা।