ধরনীবাড়ী আল হিদায়াহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ অলাভজনক ইসলামি প্রতিষ্ঠান, যার যাত্রা শুরু হয় ২০২৫ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকেই পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে একটি পরিশুদ্ধ জীবনব্যবস্থা ও আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমাদের অঙ্গীকার চারটি মূল স্তম্ভের উপর প্রতিষ্ঠিত:
🔹 বিশুদ্ধ ইসলামী জ্ঞানের ( ইলমে ওহীর) প্রচার ও প্রসার— যেন মানুষ দ্বীনের প্রকৃত বার্তা জানতে ও বুঝতে পারে।
🔹 ইসলামী মূল্যবোধের পুনর্জাগরণ — নৈতিকতা, সততা ও চরিত্রগঠনের মাধ্যমে সমাজে দীনের সৌন্দর্য পুনঃস্থাপন।
🔹 দ্বীনের সঠিক পথে আহ্বান — মানুষকে ভালোবাসা ও সদাচরণ দিয়ে কুরআন-সুন্নাহর পথে ফিরে আসার দাওয়াত দেওয়া।
🔹মানবিক সহায়তা ও সামাজিক কার্যক্রম পরিচালনা — যেমন: গরিব-দুঃস্থদের সাহায্য, দান-সদকা, ইফতার, কুরবানি, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ।
আমরা বিশ্বাস করি, কুরআন ও সুন্নাহর আলোয় গড়া আহলুস সুন্নাহ ওয়াল জামায়াহ সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও কল্যাণময় জীবনদর্শন। এই আদর্শকে সামনে রেখে আমরা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি।